বার্নিং মাউথ সিনড্রোম হলো একটি ব্যথাযুক্ত হতাশাজনক অবস্থা যার কারণে জিহ্বা, ঠোঁট, তালু অথবা পুরো মুখেই জ্বালাপোড়া ও ব্যথা হতে পারে। নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই বার্নিং মাউথ সিনড্রোম পরিলক্ষিত হয়ে থাকে। তবে বিশেষত মেয়েদের মেনোপজের সময় বা মেনোপজের পরে বার্নিং মাউথ সিনড্রোম বেশি দেখা যায়। এ রোগটি অল্প বয়সেও হতে পারে। বার্নিং মাউথ সিনড্রোমের লক্ষণ * মুখ, গলা, ঠোঁট জিহ্বায় জ্বালাপোড়া অনুভূত হওয়া। * মুখের অভ্যন্তরে পুড়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। * শুষ্ক মুখ; * তিক্ত বা ধাতব স্বাদ; *...

